How To Upgrade Computer Hardware

How To Upgrade Computer Hardware

ডেক্সটপ আপগ্রেড এবং আমাদের কিছু ধারনা ঃ
অনেকেই আছেন ডেক্সটপ ব্যবহার করেন ,কয়েক বছর ব্যবহার করার পর আপডেট করতে চাইলেন , চাইতেই পারেন ,আপনি যদি ফার্স্ট জেনারেশন এর ডুয়েল কোর ব্যবহার করে থাকেন এবং যদি চান আপডেট করতে -আসলে এই ডেক্সটপ এর কোন আপডেট নাই । তখন ই শুরু হা ভাই কি বলেন মাত্র ৭ বছর আগে পিসি কিনলাম এখন বলেন এইটার আপডেট সম্ভব না ,কেমনে কি ?

জি ভাই ঘটনা সত্যি । সাত বছরে দুনিয়া অনেক বদলাইছে সাথে পিসির জগত ও ।এখন চলে সেভেন জেনারেশন প্রসেসর ,ডি ডি আর ফোর র্যম ,আপনার ডুয়েল কোর ডি ডি আর ২ রাম এর ,সো এইটা কি আপডেট করবেন ,কেমনে ?? আপনার বোর্ড প্রসেসর এবং রাম তিনটাই বদলাইতে হবে -কিচ্ছু করার নাই -জামাই বিদেশ না নিরুদ্দেশ 😛 😛 ।

আর আপডেট এর ক্ষেত্রে অনেকেই আছেই শেষ আপডেট নিতে চান ,তাদের জন্য বলি কম্পিউটার এর শেষ বলে কিছু নাই ,কোন জেনারেশন কতো দিন মার্কেট এ থাকবে কেউ বলতে পারে না ,কথাটা শুনে বিশ্বাস না হলে একটু ঘেঁটে দেখেন ,বুঝে যাবেন । আপনি আজ সেভেন জেনারেশন দিয়ে পিসিই বানাবেন ,মাস খানেক পরে অষ্টম জেনারেশন বের হলো -তখন ।হতেই পারে ।
আমাদের ক্রেতা দের কথা বলি -তাদের কিছু কমন ভুল
১। প্রসেসর আই ৫ কিংবা ৭ মেলা দাম দিতে রাজি কিন্তু বোর্ড কিনবেন মাইক্রো অর্থাৎ ৫০০০-৮০০০ এর মধ্য ,ভাই দামী প্রসেসর কম দামী বোর্ড এ লাগালে কেমনে পিসি দোউরাবে ভাই ,প্রসেসর আই ৫ না নিয়ে আই ৩ নেন বোর্ড টা একটু ভালো মানের নেন ,আই ৫ এর চেয়ে মেশিন ভালো দোউরাবে ।

২। ভাই হার্ড ডিস্ক কতো নিবেন – মিনিমাম ২ টিবি ,ভাই সমস্যা নাই , কিন্তু আপনি এইখানে দুই টিবি সিলিন্ডার হার্ডডিস্ক না নিয়ে ১ টিবি সিলিন্ডার হার্ডডিস্ক নেন ,আর শুধুই অপারেটিং সিস্টেম এর জন্য এস এস ডি কিনেন ।মেশিন অনেক বেশী দোউরাবে ।

৩। দোকানে অনেকেই বলেন নেট এর রিভিঊ এর কথা ,ভালো ,ভাই একটা কথা বলি যারা মার্কেট এ বসে থাকে বছরের এর বছর তারা ওই রিভিউ এর চেয়ে কয়েক গুন ভালো জানে ,বিশ্বাস না হলে ও কথাটা সত্যি ।
৪।আপডেট করতে যেখানেই যান -ভাই পাকনামি কইরেন না ,কোন ব্যবসায়ী ঠকাবে নাহ ,এখন আপনি যদি অনলাইন এ অ্যাড দেখে মার্কেট ছাড়া অন্য কোন বাসা বাড়ি থেকে পিসি কেনেন ১৫০০০ টাকায় কোর আই ৫ ,কিনতেই পারেন ,ওইটা কি কোর আই ৫ আপনি না জানলে ও ,আমরা মার্কেট এর লোকজন জানি ।

শেষ কথা বর্তমানে পিসি অতি জরুরী ,জীবনের জন্য ।তাই পিসি আপডেট করার আগে জানুন ।

1 reply
  1. cialis pills for sale
    cialis pills for sale says:

    I really like your blog.. very nice colors & theme. Did you make this website yourself or
    did you hire someone to do it for you? Plz answer back as
    I’m looking to construct my own blog and would like to find out where
    u got this from. cheers

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *