How To Download Audio and Video From Youtube Easily

বর্তমান সময়ে ইউটিউব খুব ই জনপ্রিয় সাইট নানান রকম ভিডিও দেখার জন্য ।হতে পারে সেটা বিনোদনের জন্য নাটক কিংবা মুভি দেখা ,আবার অনেকের জন্য শিক্ষা মুলক যেমন আমাদের স্কুল এর মতো ইউটিউব চ্যানেল গুলো অনেক শিক্ষার্থীর ই প্রিয়ো। আমাদের সবার ই দিনে কয়েকবার ইউটিউব এ ঢুকে ভিডিও দেখতে হয় ।সেটা যদি ঘরের গৃহিণী ও হয় তবু ও নতুন রেসিপির জন্য এখন শেষ ভরসা ওই ইউটিউব ই ।

Download from Youtube

এতো প্রয়োজনীয়তা যে ইউটিউব এর ,সেই ইউটিউব ব্যবহার কারি দের মাঝে মাঝে পরতে হয় চরম বিড়ম্বনায় ,কেমন -কোন একটা ভিডি ও দেখার ইচ্ছে হলো তখন হাতে সময় নেই কিংবা কাজ আছে কিংবা বাইরে যেতে হবে -এমন অবস্থায় কি আর করা থার্ড পার্টি অ্যাপ দিয়ে ভিডিও ডাউনলোড অনেকেই করতে পারে ,আবার অনেকেই আছে যারা পারেন নাহ । যারা পারেন নাহ তাদের জন্য আমার এই লেখা ।খুব সহজেই আপনি পিসি কিংবা ল্যাপটপ কিংবা ট্যাব এর যে কোন ব্রাউজার ব্যবহার করেই ডাউনলোড করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ভিডিও টি অতি সহজে। সেইটাই বলবো আজ আপনাদের ,অনেকেই হয়তো জানেন ,যারা জানেন নাহ তাদের জন্য শুধুই ।

প্রথমেই আপনার ল্যাপটপ, ডেক্সটপ কিংবা ট্যাবের পছন্দের যে কোন ব্রাউজার ওপেন করুন ।এবার youtube.com এ যান ।আপনার যেই ভিডি ও টি প্রয়োজন সেটি খুজে বের করুন । ভিডিও চালু হলে উপরে যে অ্যাড্রেস বার থাকে সেই খানে www. এর পরে দুইটি এস মানে (SS) দিয়ে এন্টার দিন ,দেখবেন আপনি একটি ডাউনলোড লিংক পেয়ে গেছেন ।সেই লিংক এ ক্লিক করে অতি সহজেই ডাউনলোড করে নিন আপনার পছন্দের ভিডিও ।উদাহরন দিচ্ছি যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে –
https://www.youtube.com/watch?v=iiqWq35mpV4&feature=youtu.be&fbclid=IwAR09Qie5vdOZ40pIJfvzvEk8QH1L6fNFfwRDUo1Z7nmC51fKXYn7Fwa1tlE
ধরুন এটি হচ্ছে অ্যাড্রেস বারের লিংক ,এইবার সব ঠিক রেখে শুধুই www. এর পরে দুটো এস (ss) জুড়ে দিন

https://www.ssyoutube.com/watch?v=iiqWq35mpV4&feature=youtu.be&fbclid=IwAR09Qie5vdOZ40pIJfvzvEk8QH1L6fNFfwRDUo1Z7nmC51fKXYn7Fwa1tlE

এবার নিশ্চয় বুঝতে পারছেন ,ব্যাপার টা কতো সোজা ,হা এটা অনেক টাই সোজা যদি আপনি জানেন -এই আর কি । অনেকেই আবার গান শুনতে খুব ভালোবাসেন ,ইউটিউব এ দুনিয়ার প্রায় সব গান এর ই ভিডি ও আছে ,এখন হয়তো আপনি গান টির শুধুই এম পি ৩ ফরম্যাট খুজছেন কিংবা অডিও ফরম্যাট ,সেই ক্ষেত্রে তো আপনার শুধুই অডিও নামাতে হবে ভিডিও দিয়ে কি করবেন তাই না ,তাই তো ,সেই জন্য ও কঠিন কিছু করতে হবে না ,সেটা ও আপনি পিসি,ল্যাপটপ কিংবা ট্যাব এর ব্রাউজার ব্যবহার করেই করতে পারেন খুব সহজে ,সত্যি ই কিন্তু

আপনার যে কোন ব্রাঊজার এ ইউটিউব এ প্রবেশ করুন ।আপনার পছন্দের গান টি খুজে চালু করুন ।এবার গান টির অ্যাড্রেস বারে www.yout এর পরের UBE শুধুই এই অংশ টুকু মুছে এন্টার দিন -একটু ওয়েট করুন – কি দেখছেন -জী রেকর্ড mp3 -শুধুই ওইখানে ক্লিক করে ওয়েট করুন -দেখবেন ফাইল টি mp3 হিসেবে সেভ হতে আপনার কাছে লোকেশন চাইছে ,লোকেশন দিয়ে সেভ করে ফেলুন ।আবার উদাহরন দিচ্ছি ঃ

https://www.youtube.com/watch?v=iiqWq35mpV4&feature=youtu.be&fbclid=IwAR09Qie5vdOZ40pIJfvzvEk8QH1L6fNFfwRDUo1Z7nmC51fKXYn7Fwa1tlE
এবার অ্যাড্রেস বারের www.yout এর পরের UBE ডিলিট করে এন্টার দিন -ঠিক এই রকম

https://www.yout.com/watch?v=iiqWq35mpV4&feature=youtu.be&fbclid=IwAR09Qie5vdOZ40pIJfvzvEk8QH1L6fNFfwRDUo1Z7nmC51fKXYn7Fwa1tlE

জী বলেছিলাম ব্যাপার অনেকেই সোজা ,যারা জানেন না তারা জানলেন -আর যারা জানেন তারা নাই বা পড়লেন ।

আর ও ভালো ভাবে বুঝতে ইচ্ছে হলে নিচের ভিডি ও টি দেখে নিতে পারেন

পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । আবার ও হয়তো কোন এক সময় এই রকম কোন টেক ট্রিক্স নিয়ে আসবো -সেই পর্যন্ত বিদায় ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন -ধন্যবাদ