ROTATE YOUR LAPTOP SCREEN BACK TO NORMAL
আজকে আপনাদের সাথে শেয়ার কিভাবে WINDOWS এর ডেক্সটপ স্ক্রিন উল্টো কিংবা এক সাইড এ হয়ে গেলে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন ।চলুন শুরু করা যাক ।
Windows এর স্ক্রিন নানা কারনে এই রকম উলটো হয়ে যেতে ই পারে । উইন্ডোজ এর খুব ই কমন সমস্যার একটা হচ্ছে এইটি । ঠিক করার জন্য কী বোর্ড থেকে CTRL+ALT+UP/DOWN ARROW চাপুন ,ঠিক হয়ে যাবে –আর এই রকম হয়ে গেলে CTRL+ALT+LEFT/RIGHT ARROW চাপুন ঠিক হয়ে যাবে । এই ভাবে খুব সহজেই উইন্ডোজ এর স্ক্রিন উল্টো হয়ে গেলে ঠিক করে নিতে পারেন ।
বুজতে কোন সমস্যা হলে উপরের ভিডি ও টি দেখে নিতে পারেন ।আর নিত্য নতুন এই রকম টিপস পেতে ঘুরে আসতে পারেন TECH AND TRICKS চ্যানেল টি থেকে ।