HOW TO SETUP WINDOWS 7 FROM PEN DRIVE OR CD ROM

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পিসি কিংবা ল্যাপটপ এ উইন্ডোজ ৭ সেটআপ দেবেন ,নিজে নিজেই কারো সাহায্য ছাড়াই ।চলুন দেরি না করে শুরু করা যাক ।
উইন্ডোজ ৭ সেটআপ দেবার জন্য আপনার প্রয়োজন হবে উইন্ডোজ ৭ এর ডিস্ক অথবা উইন্ডোজ ৭ এর বুটেবল পেন ড্রাইভ ।যদি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের ভিডি ও আছে –কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায় –DESCRIPTION BOX এ লিংক দেয়া আছে –দেখে নিতে পারেন ।

windows 7 setup

প্রথমেই আপনার পিসি কিংবা ল্যাপটপ এর বায়স এ প্রবেশ করুন –সেখান থেকে বুট অপশন এ যান ,সেইখানে আপনি যা দিয়ে সেটআপ ডিচ্ছেন পেনড্রাইভ কিংবা ডিস্ক সেটাকে FIRST বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করুন ।আমি পেন ড্রাইভ দিয়ে দিচ্চি ,তাই পেন ড্রাইভ টি ফাস্ট বুট দিলাম । F10 কিংবা এক্সিট মেনু থেকে এক্সিট সেভিং CHANGE এ এন্টার দিন ,পিসি রিস্টার্ট হয়ে সেটআপ প্রসেস শুরু হবে ।
Win-7 এ এন্টার দিন ,Windows is loading Files এই লেখাটি আসবে ,দেখুন স্ক্রিন এ । এরপর Starting windows – এরপর সেট আপ ইজ Starting lekha asbe –এইরকম আসলে নেক্সট এ ক্লিক করুন ।এরপর আপনি যত বিট এর উইন্ডোজ দেবেন ৩২ না ৬৪ সেটা সিলেক্ট করুন ,৩২ হলে এক্স৮৬ আর ৬৪ হলে এক্স৬৪ ,আমি ৬৪ বিট দিবো তাই এক্স৬৪ সিলেক্ট করলাম ।নেক্সট এ ক্লিক করুন ।এরপরে হার্ডডিস্ক এর পার্টিশন শো করবে ,স্ক্রিন এ দেখতে পাচ্ছেন । যদি আপনি শুধুই উইন্ডোজ দিতে চান সেইখেত্রে SYSTem Reserved এবং ডিস্ক পার্টিশন ১ দুটো ডিলিট করে নিউ তে ক্লিক করুন ।আপ্পলাই ওকে দিন ।তার পর ডিস্ক পার্টিশন ২ সিলেক্ট করে নেস্ট ও ক্লিক করুন ।আর যদি আপনি পুরো পার্টিশন ভেঙ্গে সেটআপ দিতে চান –সেই ক্ষেত্রে সব গুলো ড্রাইভ ডিলিট করে ,নিউ তে ক্লিক করুন ,আপনার C drive koTo gb hobe সেটা দিন ।আমি ৪০০০০ এম্বি মানে প্রায় ৪০ জিবি দিচ্ছি ।আপ্লাই অকে দিন ।বাকি ড্রাইভ আপনি উইন্ডোজ থেকে পার্টিশন করে নিতে পারেন ।এখন ডিস্ক পার্টিশন ২ সিলেক্ট করে নেক্সট দিন ।
উইন্ডোজ সেটআপ প্রসেস শুরু হবে ।আপনার পিসির কনফিগার অনুযায়ী ১০- ৪০ মিনিট সময় লাগবে পুরো সেটআপ শেষ হতে । ১০০ % হওয়া পর্যন্ত ওয়েট করুন ।উইন্ডোজ নিডস টু রিস্টার্ট টু কন্টিনিউ আসলে যে কোন কী চাপুন পিসি রিস্টার্ট হবে ।

Tech and Tricks

এখন আপনি চাইলে পেন্দ্রাইভ কিংবা সিডি টি বের করে ফেলতে পারেন কিংবা বায়স থেকে বূত বদল করে হার্ডডিস্ক দিয়ে দিতে পারেন ।
Starting windows lekha asbe – একটু ওয়েট করুন – এরপর এইরকম স্ক্রিন আসবে –কিছুই করতে হবে না ,শুধুই ওয়েট করুন .setup will continue after restaring your computer –ei লেখা আসলে পিসি রিস্টার্ট হবে ।
এরপরে starting উইন্ডোজ –setup is pre[aring your computer for first time use –setup is checking video performance –এরপরে এই রকম নাম দেয়ার জন্য ডায়লগ বক্স আসলে পিসির যে নাম দিতে চান সেটা দিন ।তারপরে ইচ্ছে হলে পাসসওরদ দিন না হলে নেক্সট দিন । তারপরে আপডেট এ আস্ক মে লেটার এ ক্লিক করে একটু ওয়েট করুন । কিছুক্ষণের মধ্যই আপনি ডেক্সটপ দেখতে পাবেন ।

এভাবে খুব সহজেই কারো সাহায্য ছাড়াই আপনি আপনার পিসি কিংবা ল্যাপটপ এ উইন্ডোজ ৭ ইন্সটল দিয়ে নিতে পারেন ।বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট বক্স এ আমাদের জানাবেন –ভিডি ও যদি আপনার কাজে আসে –আমাদের চ্যানেল টি TECH AND TRICKS susbcribe করে রাখতে পারেন ।