HOW TO SETUP WINDOWS 10 FROM PEN DRIVE
আজকে আপনাদের সাথে শেয়ার করবো windows 10 কিভাবে সেটআপ ।আপণী বাসা কিংবা অফিসে যে খানেই পিসি কিংবা ল্যাপটপ যাই ব্যবহার করুন না কেন ,সেটা সেটআপ দেয়ার প্রয়োজন প্রায় ই পরে ।তাই নিজে নিজে কিভাবে সেটআপ দিতে পারবেন সেটাই শেয়ার করবো ।চলুন তাহলে শুরু করা যাক ।
সেটআপ দেয়ার জন্য আপনার বুতেবোল windows 10 এর পেন ড্রাইভ অথবা ডিভীডি ডিস্ক লাগবে । আর উইন্ডোজ ১০ পেন ড্রাইভ এ বুটেবল কিভাবে করে সেটা না জানলে আমাদের ভিডী ও লিংক দেয়া আছে DESCRIPTION বক্স এ দেখে নিতে পারেন ।
প্রথমেই আপনার পিসির BIOS THEKE BOOT OPTION টি আপনার প্রয়োজন মতো বদল করে নিন ।আমি পেন ড্রাইভ থেকে সেট আপ দিচ্ছি ।তাই আমি পেন ড্রাইভ ফাস্ট বূট সিলেক্ট করলাম ।এবার F10 এবং ইয়েস দিন ।পিসি রিস্টার্ট হবে ।
রিস্টার্ট হবার পরে মেনু থেকে windows 10 সিল্কেক্ট করুন ।এবার এই রকম windows is loading FILES দেখাবে ।এরপর এইরকম উইন্ডো আসলে ইন্সটল এ ক্লিক করুন ।তারপর ইন্সটল Now .এরপর I ACCEPT এবং নেক্সট এ ক্লিক করুন ।এখানে CUSTOM এ ক্লিক করুন ।এবার হার্ডডিস্ক এর পার্টিশন শো করবে । এবার যদি আপনি শুধুই C DRIVE format করতে চান তাহলে DISK PARTITION 1 100 MB এবং ডিস্ক পার্টিশন ২ ডিলিট করুন ।এবার DISK UNALLOCATED Space সিলেক্ট করে ণিউ তে ক্লিক করুন ।আপ্পলাই ,ওকে দিন ।এবার ডিস্ক পার্টিশন ২ সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলেই সেটআপ শুরু হবে । কিন্তু যদি আপনি পুরো হার্ডডিস্ক এর পার্টিশন ভেঙ্গে নতুন করে কিংবা নতুন হার্ডডিস্ক এ সেটআপ দিতে চান –সেই ক্ষেত্রে সব গুলি পার্টিশন ডিলিট করুন আগে । এবার DISK UNALLOCATED Space সিলেক্ট করে নিউ তে ক্লিক করে C DRIVE er SPACE দিন ,আমি ৪০০০০ এম্বি দিচ্ছি ।এবার আপ্পলাই এবং ওকে দিন ।।এবার ডিস্ক পার্টিশন ২ সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলেই সেটআপ শুরু হবে। এই সেটআপ হতে আপনার পিসির কনফিগার অনুযায়ী ১০ -৪০ মিনিট সময় লাগতে পারেন । ওয়েট করুন । যখন এইরকম windows NEEDS TO RESTART TO CONTINUE আসবে –যে কোন কী প্রেস করুন ।পিসি রিস্টার্ট হবে ।
এরপর আপনি পেন ড্রাইভ কিংবা ডিভিডি ডিস্ক টি বের করে ফেলুন কিংবা BIOS থেকে ফাস্ট বুট হার্ড ডিস্ক করে দিন । তখন এই রকম Getting Device Ready লেখা টি দেখতে পাবেন । ওয়েট করুন । পিসি আবার রিস্টার্ট হবে ।
এরপরে এইরকম ওয়াই ফাই এর কানেশন দেখতে পাবেন । skip this step এ ক্লিক করুন –USE EXPRESS Settings – পিসি আবার রিস্টার্ট হবে ।
এবার ওয়েট করুন । এইখানে SKIP THIS STEP E ক্লীক করুণ । USE EXPRESS Settings-ওয়েট করুণ –এই রকম নাম দেয়ার অপশন আসলে আপনার পছন্দ মতো নাম দিন আমি tech and Tricks দিচ্ছি ।ইচ্ছে করলে password ও দিতে পারেন।নেস্ট দিন –আবার ওয়েট করুন । একটু পরেই এইরকম আপনার ডেক্সটপ স্ক্রিন দেখতে পাবেন ।ব্যস হয়ে গেলো WINDOWS 10 Setup.এভাবে খুব সহজেই আপনি আপনার পিসি তে windows setup করে নিতে পারেন ।তবে পার্টিশন ভাঙ্গার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ করে নিতে ভুলবেন না ।আমাদের ভিডি ও টি ভালো লাগলে আমাদের চ্যানেল Tech And Tricks SUBSCRIBE করে রাখতে পারেন । বুঝতে সমস্যা হলে উপরের ভিডি ও টি দেখে নিতে পারেন ।