HOW TO COPY DATA FROM C DRIVE CORRUPTED WINDOWS
আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব ই প্রয়োজনীয় একটি টিপস ।আপনার পিসি কিংবা ল্যাপটপ এর উইন্ডোজ কোন কারনে রান না করলে ,আমরা সেটআপ দিলেই ঠিক হয়ে যায় । তবে যদি আপনার সি ড্রাইভ এ ডাটা থাকে সেই ডাটা কিভাবে কপি করবেন –সেটআপ দেয়ার আগে –সেটাই আজ আপনাদের কে দেখাবো । চলুন দেরি না করে শুরু করা যাক ।
এর জন্য আপনার প্রয়োজন হবে THIRD PARTY BOOTABLE Software যেমন –হিরেণ বূত ডিস্ক ,কিনবা উবূন্তু বুটেবল পেন ড্রাইভ । আপনি একটু গুগুল করলেই এই গুলি পেয়ে যাবেন ।যদি না পান আমাদের কমেন্ট বক্স এ জানাবেন লিংক দিয়ে দেয়া হবে ।
দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ টি উইন্ডোজ রান করছে না ,এখন আমি এই ল্যাপটপ এর সি ড্রাইভ এর ডাটা কপি করবো । ল্যাপটপ টি রিস্টার্ট দিয়ে BIOS থেকে আমার উবুন্টু এর বুটেবল পেন ড্রাইভ টি ফাস্ট বুট সিলেক্ট করে দিলাম । এই রকম মেনু থেকে lINUS এ ক্লিক করুন ।এর পরে উবুন্তূ তে সিলেক্ট করে এন্তার দিন ।ইংলিশ এন্তার –Try ubutu without Installing এন্তার –এরপরে আপনার পিসির কনফিগার অনুযায়ী কিছু সময় নিবে ।
এরপর এইরকম স্ক্রিন দেখতে পাবেন । এখানে নিচের বাম পাশে হার্ড ডিস্ক শো করছে ।এই খান থেকে সি ড্রাইভ খুজে বের করুন । আমার এই খানে দুটি ড্রাইভ শো করছে ।আমি আমার ল্যাপটপ এর সি ড্রাইভ ওপেন করলাম । এবার এখান থেকে USERs eক্লিক করুন ।এইখানে আপনার পিসির যে USER Name chilo –seita তে ক্লিক করুন । আমার User Tech and tricks –আমি এইটাতে ক্লিক করলাম । দেখুন এই খানে ডেক্সটপ ,MY DOCUMENTS ,Downloads ,PICTUREs sob ফোল্ডার শো করছে ।এবার আপনার প্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভ এ কপি করে নিন ।
এভাবে খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় ডাটা সেটআপ দেয়ার আগে কপি করে নিতে পারেন । আমাদের ভিডিও টি ভালো লাগলে আমাদের চ্যানেল TECH AND TRICKS দেখে নিতে পারেন ।