Laptop Problem And Solution
কম্পিউটার সে ডেক্সটপ কিংবা ল্যাপটপ যাই হোক না ,কিছু জিনিস সবার ই জানা উচিত ,কারন সবার হয়তো এমন পরিচিত মানুষ থাকে না -চাইলেই সমধান পেয়ে যায় ,(সেইটা অন্য কথা আমার কাছে র মানুষ জন এইটা জীবনে বুঝে নাই ,তাই মূল্য দেয় না আমারে
ল্যাপটপ যদি হাং করে কি করবেন (Hang Problem )
ল্যাপটপ এ ব্র্যান্ড পিসির মতো রিস্টার্ট বাটন নাই , মাথা খারাপ করার কিচ্ছু নাই ,পাওয়ার বাটন টা প্রেস করে রাখেন ৫-১০ সেকেন্ড ,ল্যাপটপ অফ হয়ে যাবে ,তাও যদি না হয় আপনার ল্যাপটপ যদি ৪র্থ জেন বা তার আগের হয় ,তাহলে ল্যাপটপ এর ব্যাটারি খুলে ফেলুন ,ল্যাপটপ বন্ধ হবে ,তার আগে অবশ্যই ল্যাপটপ এর চার্জার টা খুলে রাখবেন ।(এমন ও পাইছি ভাই ব্যাটারি তো খুলছি ল্যাপটপ তো অফ হয় না ,চার্জার খুলছেন ,চার্জার খুলমো কেন ,আপনি তো বলেন নাই 🙁 🙁 ।
ল্যাপটপ অতিরক্ত পরিমান হিট হয়(Heat problem)
এই প্রব্লেম মুলত hp ল্যাপটপ এ বেশী হয় ,যেই ব্র্যান্ড আমার মতে আমাদের দেশের জন্য নাহ ,প্রচুর কমপ্লেইন ।
ল্যাপটপ এর কুলিং ফ্যান কাজ করে কিনা দেখেন ,যদি কাজ না করে সেই ক্ষেত্রে সার্ভিস করান
ল্যাপটপ কখনোই বিছিনা কিংবা সোফা তে ব্যবহার করবেন নাহ ,বেশীর ভাগ ল্যাপটপ এর কুলিং ফ্যান নিচের সাইডে থাকে ,তাই বিছানায় কিংবা সোফায় ব্যবহার করলে বাতাস বের না হতে পেরে ল্যাপটপ প্রচুর হিট হবে ।
ল্যাপটপ যদি চা কিংবা কফি কিংবা পানি খেয়ে ফেলে তাহলে কি করবেন(Liquid Problem)
প্রথম কাজ সাথে সাথে ল্যাপটপ এর চার্জার এবং ডিসকানেক্ট করেন , যদি টেবিল ফ্যান থাকে তার নিচে ল্যাপটপ রাখুন ,বাতাসে পানি শুকিয়ে যাবে ,অন্তত ঘণ্টা খানেক পড় ল্যাপটপ অন করুন ,কারন আর যাই হোক ল্যাপটপ জ্বলে যাবে না ।
ল্যাপটপ এর উইন্ডোজ shut Down দিছেন ,ল্যাপটপ তো আর অফ হয় না (Shutdown Problem)
,ল্যাপটপ অফ করে অন করেন ,স্টার্ট হতে ৫-১০ মিনিট সময় লাগবে ,তারপর আগের মতো কাজ করবে ।
উইন্ডোজ ১০ এ ওয়াই-ফাই লিমিটেড দেখায় ,যদি ও অন্য ডিভাইস এ নেট আছে(Wifi Problem )
,যদি পারেন ওয়াই ফাই এর আপডেট ড্রাইভার নামান ,আর না হলে রিমুভ করে ল্যাপটপ রিস্টার্ট দেন ।
এই ব্যাপার গুলি আসলে কোন ধরনের সমস্যার মধ্যই পরে না ,অনেকেই জানেন ,যারা জানেন না তাদের জন্য ।
How To Upgrade Computer Hardware
How To Upgrade Computer Hardware
ডেক্সটপ আপগ্রেড এবং আমাদের কিছু ধারনা ঃ
অনেকেই আছেন ডেক্সটপ ব্যবহার করেন ,কয়েক বছর ব্যবহার করার পর আপডেট করতে চাইলেন , চাইতেই পারেন ,আপনি যদি ফার্স্ট জেনারেশন এর ডুয়েল কোর ব্যবহার করে থাকেন এবং যদি চান আপডেট করতে -আসলে এই ডেক্সটপ এর কোন আপডেট নাই । তখন ই শুরু হা ভাই কি বলেন মাত্র ৭ বছর আগে পিসি কিনলাম এখন বলেন এইটার আপডেট সম্ভব না ,কেমনে কি ?
জি ভাই ঘটনা সত্যি । সাত বছরে দুনিয়া অনেক বদলাইছে সাথে পিসির জগত ও ।এখন চলে সেভেন জেনারেশন প্রসেসর ,ডি ডি আর ফোর র্যম ,আপনার ডুয়েল কোর ডি ডি আর ২ রাম এর ,সো এইটা কি আপডেট করবেন ,কেমনে ?? আপনার বোর্ড প্রসেসর এবং রাম তিনটাই বদলাইতে হবে -কিচ্ছু করার নাই -জামাই বিদেশ না নিরুদ্দেশ 😛 😛 ।
আর আপডেট এর ক্ষেত্রে অনেকেই আছেই শেষ আপডেট নিতে চান ,তাদের জন্য বলি কম্পিউটার এর শেষ বলে কিছু নাই ,কোন জেনারেশন কতো দিন মার্কেট এ থাকবে কেউ বলতে পারে না ,কথাটা শুনে বিশ্বাস না হলে একটু ঘেঁটে দেখেন ,বুঝে যাবেন । আপনি আজ সেভেন জেনারেশন দিয়ে পিসিই বানাবেন ,মাস খানেক পরে অষ্টম জেনারেশন বের হলো -তখন ।হতেই পারে ।
আমাদের ক্রেতা দের কথা বলি -তাদের কিছু কমন ভুল
১। প্রসেসর আই ৫ কিংবা ৭ মেলা দাম দিতে রাজি কিন্তু বোর্ড কিনবেন মাইক্রো অর্থাৎ ৫০০০-৮০০০ এর মধ্য ,ভাই দামী প্রসেসর কম দামী বোর্ড এ লাগালে কেমনে পিসি দোউরাবে ভাই ,প্রসেসর আই ৫ না নিয়ে আই ৩ নেন বোর্ড টা একটু ভালো মানের নেন ,আই ৫ এর চেয়ে মেশিন ভালো দোউরাবে ।
২। ভাই হার্ড ডিস্ক কতো নিবেন – মিনিমাম ২ টিবি ,ভাই সমস্যা নাই , কিন্তু আপনি এইখানে দুই টিবি সিলিন্ডার হার্ডডিস্ক না নিয়ে ১ টিবি সিলিন্ডার হার্ডডিস্ক নেন ,আর শুধুই অপারেটিং সিস্টেম এর জন্য এস এস ডি কিনেন ।মেশিন অনেক বেশী দোউরাবে ।
৩। দোকানে অনেকেই বলেন নেট এর রিভিঊ এর কথা ,ভালো ,ভাই একটা কথা বলি যারা মার্কেট এ বসে থাকে বছরের এর বছর তারা ওই রিভিউ এর চেয়ে কয়েক গুন ভালো জানে ,বিশ্বাস না হলে ও কথাটা সত্যি ।
৪।আপডেট করতে যেখানেই যান -ভাই পাকনামি কইরেন না ,কোন ব্যবসায়ী ঠকাবে নাহ ,এখন আপনি যদি অনলাইন এ অ্যাড দেখে মার্কেট ছাড়া অন্য কোন বাসা বাড়ি থেকে পিসি কেনেন ১৫০০০ টাকায় কোর আই ৫ ,কিনতেই পারেন ,ওইটা কি কোর আই ৫ আপনি না জানলে ও ,আমরা মার্কেট এর লোকজন জানি ।
শেষ কথা বর্তমানে পিসি অতি জরুরী ,জীবনের জন্য ।তাই পিসি আপডেট করার আগে জানুন ।