Common Computer Problems And Their Solutions
Common Computer Problems And Their Solutions :
আমরা যারা প্রতিনিয়ত বাসা কিংবা অফিস এর কাজে কম্পিউটার ব্যবহার করি ,তাদের ছোট খাট অনেক সমস্যা হয় ,অনেকেই হয়তো ভয় পেয়ে যাই ,কি হলো আবার এইটা ,ভয় পাবার কিছু নেই সমস্যা যেমন আছে -ঠিক তেমন ই সমাধান ও আছে ।
১। this copy of windows is not genuine
Windows 7 এই সমস্যা সেই রকম ভাবে দেখা যায় এবং এর সাথে উইন্ডোজ এর ডেস্কটপ স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় । আসলে আমাদের দেশে বেশীর ভাগ মানুষ ই কপি উইন্ডোজ ব্যবহার করি , তাই এই মেসেজ নানা কারনেই আসতে পারে ।
সমাধান ঃ Windows Activation Remover কিংবা WAT নামে ছোট একটা সফটওয়্যার ব্যবহার করলে এই সমস্যা আর হবে না ।উইন্ডোজ টি একটিভ হয়ে যাবে ।
২। কম্পিউটার অনেক স্লো কাজ করে
কম্পিউটার যন্ত্র হলে ও এর কিছু তো যত্ন নিতেই হয় ,একটু যত্ন নিলেই এই ধরনের স্লো হবে না ।
সমাধান ঃ উইন্ডোজ + R প্রেস করে রান অপশন আনুন ,তাতে কিছু কমান্ড লিখে যা আসবে সব শিফট ডিলিট মারেন ,পিসি একটু হলে ও ফাস্ট হবে আগের চেয়ে ঃ
কম্যান্ড গুলি ঃ
* prefetch
* Temp
* %Temp%
* Recent
3. অফিসে বেশী হয় ,কোন কারন ছাড়াই ইন্টারনাল নেটওয়ার্ক এর কোন একটি পিসি পায় না ,বাকি সব গুলা পায় । যদি নেটওয়ার্ক কেব্ল কিংবা ডিভাইস ঠিক থাকে , শুধুই সেই ক্ষেত্রে
সমাধান ঃ পিসি র ANTIVIRUS টি ওপেণ করে সেটিং থেকে windows Firewall option টি ডিজেবল করে দিন ,নেটওয়ার্ক এ পিসি পেয়ে যাবে ।
৪। কম্পিউটার এর ডেস্কটপ উল্টো হয়ে গেছে ,এই সমস্যা প্রথম যে দিন যার হবে ,তার মাথাটা কিঞ্ছিত নষ্ট হয়ে যাবে নিশ্চিত 😛
সমাধান ঃ ctrl+alt+Right Arrow Press করতে থাকুন ,ঠিক হবেই ।
৫। পিসি চলন্ত অবস্থায় কাসিং এ কোন রকম ছোঁয়া লাগলেই পিসি অফ কিংবা রিস্টার্ট হয়ে যায়
এই সমস্যা অনেক কারনে হতে পারে ,তবে কমন কারন হচ্ছে আপনার কাসিং টি শর্ট কিংবা পাওয়ার কিংবা রিস্টার্ট বাটন টি শর্ট ।
সমাধান ঃ একদম সোজা কাসিং বদলান ,আর না চাইলেই মাদারবোর্ড খুলে নিচে কাগজ কিংবা ফোম (মাদারবোর্ড এর প্যাকেট এ থাকে) দিন ,ঠিক হবে ।
৬। উইন্ডোজ ১০ এর আপডেট জনিত সমস্যা
উইন্ডোজ ১০ এর আপডেট নরমালি অফ করার কোন অপশন নাই ,তাই অনেকের ই উইন্ডোজ আপডেট হয় এবং রিস্টার্ট হয়ে ওপেন হতে মেশিন ভেদে ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা ও লাগে মেশিন আবার ওপেন হতে ।
সমাধান ঃ উইন্ডোজ + R দিয়ে রান অপশন আনুন ,তারপরে compmgmt.msc টাইপ করে এন্টার দিন । নিচের দিকে দেখুন services and application -services- ডান দিকে দেখুন – windows update – properties-disable -apply-ok . (শুধু মাত্র উইন্ডোজ ১০ এর জন্য )
এই গুলো অতি ছোট খাট সমস্যা পিসির ,এই গুলো জেনে রাখলে হয়তো কোন এক সময়ে আপনার কাজে লাগতে ও পারে ,পিসি তো চালাতেই হয় ,হোক সে ফেসবুকিং করতে ও ।