How To Configure Or Reset Tplink Router Easily

আপনার বাসা কিংবা অফিস সব জায়গাইতেই আছে ওয়াই ফাই রাউটার।আর ওয়াই ফাই রাউটার থাকলে এর সেটআপ জেনে রাখা সবার জন্যই ভালো ।তাই যারা জানেন না কিভাবে ওয়াই ফাই রাউটার সেটআপ করতে হয় কিংবা পাসওয়ার্ড বদল করতে হয় ওয়াই ফাই এর তাদের জন্যই আজকের এই কথা গুলি ।
প্রথমেই বলে দেই রাউটার রিসেট করা খুব ই সহজ ,যে কোন রাউটার এর পিছনের দিকে ভিডিও তে দেয়া আছে ছোট একটি রিসেট বাটন থাকে যা ১০-১৫ সেকেন্ড চেপে ধরলে(কোন কোন রাউটার এর ক্ষেত্রে পিন লাগে সিম ট্রে রিমুভার এর মতো পিন) ই রাউটার সব গুলি বাতি একসাথে জ্বলে উঠলেই বুঝবেন রাউটার টি রিসেট হয়ে গেছে ।

How To reset Router

এবার রিসেট করা রাউটার কিংবা নতুন রাউটার কিভাবে সেটআপ করবেন সেটাই বলবো । প্রথমেই রাউতার এর উল্টো দিকে দেখুন ভিডিও ছবির মতো একটি পিন এবং এস এস আই ডি এবং রাউটার লগিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া থাকে ।এবার আপনার পিসি কিংবা ল্যাপটপ এর ওয়াইফাই আইকন এ ক্লিক করুন দেখবেন –দেখবেন ওই এস এস ডি শো করছে (এই খানে tplink-show korche).select করে connect করুন ।পাস ওয়ার্ড চাইবে –ওই পিন নাম্বার টি দিন (যেটা রাউতার এর পেছনে ছিলো)। এবার যে কোন ব্রাউজার এ যান । অ্যাড্রেস বারে টাইপ করুন 192.168.0.1/192.168.1.1 –eএই দুটি ই হচ্ছে রাউটার এ ডিফল্ট লগিন আইপি যে কোন একটি দিয়ে আপনার রাউটার লগিন পেজ ওপেন করুন ,ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে – বেশি ভাগ রাউটার এর ক্ষেত্রে এই ইউজার নেম আর পাস ওয়ার্ড admin ,admin কোন কোন ক্ষেত্রে শুধুই ইউজার নেম অ্যাডমিন লাগে ,পাস ওয়ার্ড লাগে নাহ । এই খানে টিপি লিংক এ অ্যাডমিন অ্যাডমিন দিয়ে প্রবেশ করলাম ।মার্ক করা আছে দেখে নিতে পারেন । এই পেজ এর বাম দিকের মেনূ তে দেখুন কুইক সেটআপ একটি অপশন আছে ওইখানে ক্লিক করুন ।এরপর নেক্সট এ ক্লিক করুন তারপরে আপনাকে কয়েকটি অপশন দেখাবে মার্ক করা আছে –auto detect,PPPoE,Dynamic Ip,Static Ip (আপনার আই এস পি থেকে জেনে নিবেন আপনার ব্রডব্যান্ড কানেকশন কি দিয়ে করা ওইটি সিলেকেট করবেন)-আমার টা dynamic ip diye kora ,ami dunamic আইপি সিলেক্ত করলাম ।এইবার নেক্সট , তারপরে নো এবং নেক্সট দিন ।পরের পেজ টি আপনার ওয়াইফাই এর নাম(যেটাকে এস এস আই ডি বলে হয়ে থাকে) এবং পাসওয়ার্ড দিবেন ।প্রথমেই দেখুন WIRELESS NETWORK NAME –এর পাশে আমার তার বর্তমান নাম TPLINK-78.. .এইটা আপনার পছন্দ মতো যে কোন নাম দিন –আমি TECH & TRICKS দিলাম ।এরপরে পাস ওয়ার্ড এর জায়গায় পাস ওয়ার্ড দিন আপনার ইচ্ছে মতো –আমি দিলাম 6543@#78 .দিয়ে নেক্স্য দিন ।এরপরে রিবুট দিন কিছু সময় লাগবে। আমাদের নেট কানেকশনলিমিটেড দেখাচ্ছে এখন দেখুন মার্ক করা আছে ।

Tech and Tricks

এইবার আপনার ওয়াই ফাই টি DISCONNECT হয়ে যাবে –আপ্নবার ওয়াই ফাই আইকন এ যান –আপনার দেয়া নাম (এইখানে টেক এন্ড ত্রিক্স) দেখতে পারেন ,সিলেক্ত করে কানেক্ট দিন –আপনি যেই পাস ওয়ার্ড টি দিয়েছেন সেইটা দিন (আমি 6543@#78 আমার টা দিলাম)।এবার আপনার নেটওয়ার্ক আইকন এর দিকে খেয়াল করুন।দেখবেন একটু পরেi LIMITED /NO INTERNET ACCESS এর জায়গায় –INTERNET ACCESS দেখাচ্ছে ,ব্যস শেষ হয়ে গেলো রাউটার নতুন করে সেটআপ দেয়া কিংবা রিসেট দিয়ে সেটআপ দেয়া ।
আপনি যদি শুধুই রাউটার এর নাম আর পাস ওয়ার্ড দুটো কিংবা যে কোন একটা বিশেষ করে পাসওয়ার্ড বদল করতে চান তাহলে আবার ব্রাঊজার এ যান ।লগিন আইপি আর ইউজার নেম এবং পাস ওয়ার্ড দিন ।পরে ওই খানে WIRE LESS এ যান –নাম বদল করার জন্য WIRELESE SETTING e jan –dan dike dekhun WIRELESS NAME-eikhane name diye save korlei hobe আর পাস্বরদ বদল এর জন্য WIRELESS SECURITY te jan seikhan theke eikhne wpa/wpa 2 er niche apni apnar pochondo moto password diye save korlei password বদল হয়ে যাবে ।দূটো ই মার্ক করা আছে ।এভাবে আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিংবা নাম বদল করতে পারবেন । ভালো থাকবেন সবাই ।আশা করি আবার লেখা হবে ভালো থাকবেন সবাই ।

আর ও ভালো ভাবে বুঝতে উপরের ভিডি ও দেখতে পারেন ।ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল TECH AND TRICK (T & T) থেকে