FACEBOOK VIDEO DOWNLAOD IN HD
আমরা সবাই ই ফেসবুক ব্যবহার করি হয়তো কেউ নিয়মিত কেউ বা অনিয়মিত ।ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা অনেক ভাইরাল ভিডিও কিংবা গান কিংবা অন্য অনেক কিছুই দেখি । দেখতে গিয়ে অনেক সময় আমাদের মনে রাখার মতো কিছু ভিডি ও দেখি –যা আমরা সবাই ই সেভ করে রাখতে চাই প্রয়োজনে ।সেই ভিডি ও গুলি কিভাবে নরমাল ফরম্যাট কিংবা HD te সেভ করতে পারবো সেইটাই আজকে আমরা ভিডি ও তে দেখবো ।আর কথা না বাড়িয়ে পিসি তেই দেখা যাক ।
আপনার পছন্দের যে কোন ব্রাঊজার ওপেন করুন ,আমি UC ওপেন করলাম ,আপনার ফেসবুক থেকে কাঙ্খিত ভিডিও টি খুজে বের করুন । ভিডি ও টি বের করার পর এই রকম ভাবে দেখাবে –তখন ভিডি ও তে রাইট মাউস ক্লিক করে COPy VIDEO URL AT CURRENT TIME E CLICK করুণ ।এরপর আপনার ব্রাউজার এর মেনু তে ক্লিক করে incognito তে ক্লিক করুন ,নতুন একটি ট্যাব ওপেন হবে – (যদি মজিলা ফায়ার ফক্স হয় সেই ক্ষেত্রে মেনু থেকে new private window tতে ক্লিক করবেন)-সেখানে অ্যাড্রেস বারে রাইট মাউস ক্লিক করে paste and go এই অপশন এ ক্লিক করুন ।একটু পরে ই দেখবেন আপনার ভিডিও টি দেখা যাচ্ছে –তার পাশেই রাইট মাউস ক্লিক করে View Page Soure এ ক্লিক করুন ।নতুন আরেকটি ট্যাব ওপেন হবে –সেই খানে কী বোর্ড থেকে ctrl + f চাপুন ,দেখবেন একটি সার্চ অপশন আসবে ।সার্চ অপশন এ Hd_Src: দিয়ে এন্তার দিন । নিচের দিকে দেখবেন Hd_Src: সিলেক্ট হয়ে আছে ,ঠিক তারপাশে ই https এ থেকে পরবর্তী Sd_Src: এর আগে পর্যন্ত ইনভাইটেড কমা ছাড়া সিলেক্ট করে কপি করুন ।পাশেই আর একটি ট্যাব ওপেন করে paste and go তে ক্লিক করুন ।অল্পসময় ওয়েট করুন ।একটু পরেই দেখবেন আপনার ভিডি ও টি ওপেন হয়েছে –ভিডিও টির উপরে রাইট মাউস ক্লিক করে save video as অথবা ডান দিকের কর্নারে ডাঊনলোড লিংক এ ক্লিক করে ও আপনি আপনার ভিডি ও টি hd format e save kore nite paren .
এবার দেখাবো নরমাল ফরম্যাট এ ভিডিও ফেসবুক থেকে কিভাবে সেভ করবেন –ভিডিও টি ওপেন করুন । অ্যাড্রেস বারে www মুছে দিয়ে শুধুই m দিয়ে এন্টার দিন ।এইবার যেই পেজ টি এসেছে সেইখানে আপনার ভিডিও এর উপর ক্লিক করুন ,ভিডিও টি রান করলে তার উপরে রাইট মাউস ক্লিক করে save as video তে ক্লিক করে আপনি আপনার পিসির যে কোন জায়গায় রাখতে পারেন ।
আমরা এক ই ভিডী ও নরমাল এবং Hd format এ ডাউনলোড করেছি –এইটা বুঝতে ফাইল দুটির properties check করুন ,properties চেক করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টা নরমাল আর কোন টা Hd Video .আজ এই পর্যন্তই ভালো থাকবেন –সবাই ,আবারো বলছি নিরাপদ থাকুন ডেঙ্গু থেকে ।
এরপরে ও যদি বুঝতে সমস্যা হয় -সরাসরি নিচের এই ভিডি ও টি দেখে নিতে পারেন ।আশা করি আর সমস্যা হবে নাহ । ভালো থাকবেন /ডেঙ্গু থেকে নিরাপদ থাকবেন সবাই । ধন্যবাদ ।আবার কথা হবে ।
এই ধরনের আর ও ভিডি ও দেখতে টেক অ্যান্ড ট্রিক্স (Tech and Tricks) ইউটিউব চ্যানেল টি ঘুরে আসতে পারেন ।