how to fix ads.txt file missing in wordpress for addsense

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে গুগুল অ্যাডসেন্স এর ads.txt মিসিং ফাইল টি ওয়ার্ড প্রেস এর প্লাগ ইন্স দিয়ে সমাধান করা যায় । চলুন দেখা যাক ভিডি ও টি ।

ads.txt file missing

প্রথমে আমি আমার অ্যাডসেন্স ACCOUNT টি ওপেন করলাম ,দেখুন এই রকম ইরর নোটিফিকেশন দিবে ,এটা তখন ই দিবে যখন আপনার অ্যাডসেন্স এ কোন ওয়েব সাইট অ্যাড করা থাকবে কিন্তু টাতে ADS.TXT ফাইল টি মিসিং ।দেখুন মার্ক করা আছে ।পাশের ফিক্স এ ক্লিক করুন –তখন আপনার সাইট এর নাম দেখাবে ,এবং নিচে DOWNLOAD অপশন দিবে ,এই DOWNLOAD থেকে আপনার সাইট এর জন্য ADS.TXT ফাইল টি DOWNLOAD করে নিন ।ফাইল টি download হয়ে গেলে আপনার ওই নির্দিষ্ট WEBSITE এর WP-ADMIN প্যানেল এ প্রবেশ করুন ।ওইখানে থেকে PLUGIINS – add new তে ক্লিক করুন ।SEARCH বক্স এ টাইপ করুন ADS.TXT MANAGER .এন্তার দিন ।তখন এই রকম ADS.TXT MANAGER দেখতে পাবেন ,মার্ক করা আছে দেখুন ,এবার এটি প্রথমে ইন্সটল এবং পরে একটিভ করুন । এরপরে আপনার DOWNLOAD এর লোকেশন থেকে ADS.TXT ফাইল টি ওপেন করুন ।এইবার ADS.TXT ফাইল টিতে যা আছে সব কপি করুন ।

tech and tricks

আবার সাইটের WORDPRESS ADMIN এ যান ।সেখানে সেটিংস্‌ এ থেকে ADS.TXT তে ক্লিক করুন। এই রকম একটি ওয়িন্ডো ওপেন হবে ।এখানে পেস্ট করুন এবংনিচে সেভ CHANGES এ ক্লিক করুন ।ADS.TXT SAVED এই লেখাটি আসবে । এরপরে আপনার সাইট এর অ্যাড্রেস এর পাশে(দেখুন ভিডি ও তে দেয়া আছে কিভাবে টাইপ করবেন) / দিয়ে ADS.TXT লিখুন ,এইরকম একটি টেক্সট ফাইল শো করবে ,এই ফাইল টি যদি আসে তাহলে বুঝবেন আপনার সাইট এ ADS.TXT ফাইল টি অ্যাড হয়ে গিয়েছে ।এইবার আবার ADDSENSE এ গিয়ে ফিক্স NOW তে ক্লিক করুন । এরপরে ২।৩ দিন মানে ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পরে আপনার অ্যাড সেন্সে এ ঢুকে দেখুন আগের ইরর নটিফিকেশন নেই ।তার মানে আপনার সাইট এ ADS.TXT ফাইল টি অ্যাড হয়ে গিয়েছে ।

পুরো ভিডি ও টি উপরে দেখতে পারেন –কোন অসুবিধা হলে বুঝতে । আমাদের চ্যানেল teck and tricks ভালো লাগলে subscribe করে পাশেই থাকুন ।