HOW TO LIMIT BANDWIDTH OF OTHER USERS IN YOUR WIFI USING TPLINK ROUTER

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে টিপিলিঙ্ক router er maddhome ,কোন একজন নির্দিষ্ট ব্যবহার কারির Bandwidth Limit korben ,অনেকের ই হয়তো প্রতিবেশি বা অন্য কেউ রাউটার এর PASSWORD cচায় ,তখন বাধ্য হয়ে আপনাকে দিতে ই হয় ।ভুল পাসওয়ার্ড কি MAC ব্লক করে রাখলে সেতো বুঝে যাবে আপনি এটা করেছেন । সেই ক্ষেত্রে আপনি তার Bandwidth Limit করে দিতে পারেন তিপিলিঙ্ক router এর মাধ্যমে । সে নেট পাবে ঠিক ই কিন্তু সেটা স্লো হবে ।চলুন দেরি না করে শুরু করা যাক ।
এর জন্য ,আপনার ডিভাসগুলির MAC এবং USER NAME জানা থাকতে হবে ।

Tech and Tricks

প্রথমেই আপনার পিসি কিংবা ল্যাপটপ থেকে ROUTER এর লগিন পেজ এ প্রবেশ করুন । এই রকম স্ক্রিন দেখতে পাবেন । ROUTER এর লগিন পেজ এর বাম দিকে DHCP তে ক্লিক করুন । এরপর DHCP CLIENT LIST এ প্রবেশ করুন ।এইখান থেকে যেই ব্যবহার কারিকে লিমীট করবেন তার Mac এবং আইপি কপি করে টেক্সট ফাইল এ রাখুন ।
এইবার দেখে নেই আমি যেই পিসির Bandwidth Limit করছি ,সেটা তে বর্তমানে download speed koto পাচ্ছে ,মানে লিমিট করার আগে । দেখুন এই খানে এখন DOWNLOAD SPEED ১২৫ KB/sec পাচ্ছে ।
এইবার address reservation e ক্লিক করুন । অ্যাড নিউ – এইখানে কপি করা আইপি এবং MAC paste korun .সেভ দিন । তারপর নিচের clik here to reboot e click korun .reboot –ok –দিন ।
এবার আবার লগিন পেজ এ প্রবেশ করে –DHCP-DHCP CLIENT LIST e দেখুন যেই আইপি অ্যাড করেছেন সেইটার পাশে পার্মানেন্ট লেখা এসেছে ।
এবার BANDWIDTH CONTROL এ ক্লিক করুন ,তারপর RULE LIST এ ক্লিক করুন । অ্যাড নিউ তে ক্লিক করুন – এবার ওই কপি করা আইপি টি দিন মিনিমাম BANDWIDTH ১২৮ kbps ar মাক্সিমাম BANDWIDTH ২৫৬কেপিপিএস দিয়ে সেভ দিন । এইবার CONTROL SETTINGS e ক্লিক করুন । ENABLE BANDWIDTH CONTROL এ টিক দিন । নিচে BANDWIDTH 128 kbps theke 256 kbps দিন ।এইবার সেভ দিন ।
এইবার আবার অন্য পিসির download speed দেখে আসি ,যে আসলেই Bandwidth LimIt hoyeche কিনা ।দেখুন স্ক্রিন এ অন্য লিমিট করা পিসির download speed 15 km/sec শো করছে ।

এভাবে খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো আপনার ROUTER থেকে যে কোন ডিভাইস এর bandwidth limit করে দিতে পারেন । ভিডি ও টি যদি আপনার কাজে লেগে থাকে আমাদের চ্যানেল TECH AND TRICKS দেখে নিতে পারেন ।