How To Make Bootable Pen Drive For Windows{7/8/10} |Using Dos Command
বাসা কিংবা অফিস যেখানেই আপনি পিসি কিংবা ল্যাপটপ ব্যবহার করেন নাহ কেন ও WINDOWS সেটআপ দেয়া লাগবেই ।WINDOWS সেটআপ দিতে একসময় ডিস্ক লাগতো ,এখন ডিস্ক ছাড়া ই পেনড্রাইভ দিয়ে ও সেট দেয়া যায় । আপনি ঘরে বসেই কি ভাবে কোন ধরনের সফটওয়্যার ছাড়া বুটেবল পেন ড্রাইভ বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ।পাশে ই থাকবেন ।আসুন শুরু করা যাক ।
প্রথমেই বলে রাখি বুটেবল পেন ড্রাইভ করতে আপনার কাছে যা যা থাকতে হবে ১।পেন ড্রাইভ ২।WINDOWS 7/8/10 যেই ওস আপনি বুটেবল করবেন তার ডিস্ক কিংবা আইএস ও ইমেজ ।আপনার পিসি তে যদি উইন্ডোজ ৭ /৮/১০ থাকে তাহলে কীবোর্ড থেকে উইন্ডোজ +র প্রেস করুন অথবা ১০ এরসার্চ অপশন এ CMD (Command Promt) টাইপ করুন ।এখন ওই CMD তে রাইট মাউস ক্লিক করে run as administrator এ ক্লিক করুন । COMMAND PROMPT কিংবা DOS FULL BLACK WINDO ওপেন হবে
COMMAND PROMT এ প্রথমে DISKPART লিখে এন্টারদিন । তারপরে লিখবেন LIST DISK ।তখন আপনার ডেক্সটপ বা ল্যাপটপ এর কতো গুলো হার্ড ড্রাইভ এবং পেন ড্রাইভ লাগানো আছে তার তালিকা দেখাবে ,আমার এখানে দুটি দেখাচ্ছে –দেখুন মার্ক করা আছে –এই খান থেকে আপনি যেই পেন ড্রাইভ বুট করতে চাইছেন সেটি কতো নম্বরে আছে খেয়াল করে দেখুন ।আমার পেন ড্রাইভ টি ১ নাম্বারে আছে । তারপরে লিখুন SELECT DISK 1 (এইখানে আমি ১ লিখবো কারন আমার পেন ড্রাইভ টি লিস্টে ১ ছিলো )তারপর clean টাইপ করে এন্টার দিন ,এরপর CREATE PARTITION PRIMAY লিখে এন্তার দিন ।এরপরে SELECT PARTITION 1 লিখে এন্টার দিন ।তারপরে ACTIVE লিখে এন্টার দিন ।এরপর FORMAT FS=NTFS QUICK লিখে এন্টার দিন । এটা ডিলে ড্রাইভ টি ফরম্যাট হবে যদি QUICK না দেন সেই ক্ষেত্রে ফরম্যাট হতে সময় বেশি লাগবে ।ফরম্যাট হয়ে গেলে লিখুন ASSIGN . এরপরে এক্সিট লিখে এন্টার দিন ।
এখন দেখে আসুন আপনার পেন ড্রাইভ এর ড্রাইভ লেটার কতো (C,D,E,F)এবং পেন ড্রাইভ এর ও ড্রাইভ লেটার টি দেখুন । আমার এই খানে পেন ড্রাইভ আই আর সিডি রম জী ।মার্ক করা আছে । এবার COMMAND PROMT এ আপনার সিডি রম ড্রাইভ ঃ লিখে এন্টার দিন ,আমি g: লিখেছি । মার্ক করা অংশ টুকূ খেয়াল করুন ।এরপর CD স্পেস BOOT লিখে এন্টার দিন ।এরপরে BOOTSECT.EXE /NT60 আপনার পেন ড্রাইভ লেটার ঃ দিয়ে এন্টার দিন ,আমি আই ঃ লিখে এন্টার দিচ্ছি । মার্ক করা অংশটুকু দেখুন বুঝবেন । এরপর একটু ওয়েট করুন ,মেসেজ আসবে SUCCESSFULLY UPDATED NTFS FILE SYSTEM BOOTCODE. এটা আসলেই বুঝবেন আপনার পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে । এখন শুধুই ফাইল করি করা বাকি ।এরপর EXIT লিখে command windo থেকে বের হয়ে আসুন ।
এখন আপনি যেই উইন্ডোজ দিবেন সেইটার ফাইল সিডি রম কিংবা ইমেজ থেকে কপি করে পেন ড্রাইভ এ দিলেই কাজ শেষ ।তবে বুট করার জন্য উপরের কমান্ড লাস্ট কমান্ড টা কাজ করানোর জন্য অবশ্যই WINDOWS 7 IMAGE OR DISK লাগবেই ,সেটা আপনি ৭ কিংবা ১০ যেটাই বুটেবল করতে চান না কেনো ।এখন সিডি রম কিংবা ইমেগ ISO থেকে আপনার windows এর সব ফাইল কপি করুন ,এরপরে পেন ড্রাইভ এ পেস্ট করুন । এইখানে আমার পিসির উপর নির্ভর করে সময় লাগবে ৫ থেকে ২০ মিনিট । কপি শেষ হয়েছে –দেখুন ।তার মানে আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে সেটা হোক উইন্ডোজ ৭ কিংবা ১০ ।আপনার জন্য নিচে সব গুলি কমান্ড এক সাথে সিরিয়াল অনুযায়ী i দেয়া আছে ,কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন । আবার ও কথা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন –ডেঙ্গু থেকে নিরাপদে থাকুন এবং রাখুন ।
Disk part
List Disk
Select disk 1
Clean
Create partition primary
Select partition 1
Active
Format fs=ntfs quick
Assign
Exit
Drive : (ex g=G:)
Cd Boot
Bootsect.exe /nt60 pen drive : (ex Bootsect.exe/nt60 i:)
Exit
আর ও ভালো ভাবে বুঝতে উপরের ভিডি ও দেখতে পারেন ।ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল TECH AND TRICK (T & T) থেকে