ITUNES ERROR API-MS-WIN-CRT-RUNTIME-L1-1-0.DLL IS MISSING IN WINDOWS 7

আজকে আপনাদের সাথে শেয়ার করবো উইন্ডোজ ৭ ৬৪ বিট itunes ইন্সটল হয় কিন্তু রান করতে গেলে রান টাইম ইরর দেখায় –এই সমস্যা টি কিভাবে খুব সহজেই সমাধান করা যায় ।চলুন দেরি না করে শুরু করা যাক ।
যারা আইফোন ব্যবহার করেন এবং আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ উইন্ডোজ ৭ কিংবা ৮ আজকের ভিডিও টি তাদের জন্য ।
প্রথমেই দেখে নেই আমার পিসি উইন্ডোজ কতো বিটের দেয়া আছে । ৭ ৬৪ বিট দেয়া আছে –দেখতে পাচ্ছেন । itunes setup করার পর রান করতে গেলেই এই রান টাইম ইরর মেসেজ টি আসে ।itunes.exe –system error এই মেসেজ টি দেয় ।

Tech and tricks

এই ইরর টি সমাধান করার জন্য আমাদের একটি ফাইল লাগবে –mircosoft visual C++ x86 or x64 –যেটা আপনি Microsoft er সাইট থেকে download করে নিতে পারবেন ।নিচের description box e মাইক্রোসফট এর সাইট এর লিংক এবং উইন্ডোজ ৭ ৬৪ এবং ৩২ বিট এর ডিরেক্ট download লিংক দেয়া আছে ।
আমি টেক্সট ফাইল থেকে প্রথমে মাইক্রোসফট এর সাইট এর লিংক টি কপি করে যে কোন বাউজার এ পেস্ট করবো । এই লিংক এ গেলে এই রকম ফাইল গুলি দেখতে পাবেন ,আপনি আপনার উইন্ডোজ যা আছে সেটা চেক করে ফাইল টি নামাবেন ,আমি উইন্ডোজ ৭ ৬৪ বীট নামাবো ,দেখেন মার্ক করা আছে । অথবা আপনি description box এর ডিরেক্ট লিংক থেকে ও নামাতে পারেন –যা আমার টেক্সট ফাইল এ আছে –দেখুন আমি কপি করে পেস্ট করছি যে কোন ব্রাউজারে । এই রকম আসলে গ go to Site dile ফাইল টি download হবে ।আমার ফাইল টি ডাউনলোড করা আছে ।
এবার আমার download location থেকে আমি ফাইল টি রান করবো ।তারপর I agree এবনং install এ ক্লিক করে একটু ওয়েট করুন –ফিনিশ লেখা আসবে ।

এবার itunes রান করুন ,দেখবেন কোন ইরর ছাড়াই রান হয়ে গেছে । ।বুঝতে সমস্যা হলে উপরের ভিডি ও টি দেখে নিতে পারেন । এই রকম নিত্য নতুন সমস্যার সমধান পেতে আমাদের চ্যানেল TECH AND TRICKS টি SUBSCRIBE করে রাখতে পারেন ।