Laptop Problem And Solution
কম্পিউটার সে ডেক্সটপ কিংবা ল্যাপটপ যাই হোক না ,কিছু জিনিস সবার ই জানা উচিত ,কারন সবার হয়তো এমন পরিচিত মানুষ থাকে না -চাইলেই সমধান পেয়ে যায় ,(সেইটা অন্য কথা আমার কাছে র মানুষ জন এইটা জীবনে বুঝে নাই ,তাই মূল্য দেয় না আমারে
ল্যাপটপ যদি হাং করে কি করবেন (Hang Problem )
ল্যাপটপ এ ব্র্যান্ড পিসির মতো রিস্টার্ট বাটন নাই , মাথা খারাপ করার কিচ্ছু নাই ,পাওয়ার বাটন টা প্রেস করে রাখেন ৫-১০ সেকেন্ড ,ল্যাপটপ অফ হয়ে যাবে ,তাও যদি না হয় আপনার ল্যাপটপ যদি ৪র্থ জেন বা তার আগের হয় ,তাহলে ল্যাপটপ এর ব্যাটারি খুলে ফেলুন ,ল্যাপটপ বন্ধ হবে ,তার আগে অবশ্যই ল্যাপটপ এর চার্জার টা খুলে রাখবেন ।(এমন ও পাইছি ভাই ব্যাটারি তো খুলছি ল্যাপটপ তো অফ হয় না ,চার্জার খুলছেন ,চার্জার খুলমো কেন ,আপনি তো বলেন নাই 🙁 🙁 ।
ল্যাপটপ অতিরক্ত পরিমান হিট হয়(Heat problem)
এই প্রব্লেম মুলত hp ল্যাপটপ এ বেশী হয় ,যেই ব্র্যান্ড আমার মতে আমাদের দেশের জন্য নাহ ,প্রচুর কমপ্লেইন ।
ল্যাপটপ এর কুলিং ফ্যান কাজ করে কিনা দেখেন ,যদি কাজ না করে সেই ক্ষেত্রে সার্ভিস করান
ল্যাপটপ কখনোই বিছিনা কিংবা সোফা তে ব্যবহার করবেন নাহ ,বেশীর ভাগ ল্যাপটপ এর কুলিং ফ্যান নিচের সাইডে থাকে ,তাই বিছানায় কিংবা সোফায় ব্যবহার করলে বাতাস বের না হতে পেরে ল্যাপটপ প্রচুর হিট হবে ।
ল্যাপটপ যদি চা কিংবা কফি কিংবা পানি খেয়ে ফেলে তাহলে কি করবেন(Liquid Problem)
প্রথম কাজ সাথে সাথে ল্যাপটপ এর চার্জার এবং ডিসকানেক্ট করেন , যদি টেবিল ফ্যান থাকে তার নিচে ল্যাপটপ রাখুন ,বাতাসে পানি শুকিয়ে যাবে ,অন্তত ঘণ্টা খানেক পড় ল্যাপটপ অন করুন ,কারন আর যাই হোক ল্যাপটপ জ্বলে যাবে না ।
ল্যাপটপ এর উইন্ডোজ shut Down দিছেন ,ল্যাপটপ তো আর অফ হয় না (Shutdown Problem)
,ল্যাপটপ অফ করে অন করেন ,স্টার্ট হতে ৫-১০ মিনিট সময় লাগবে ,তারপর আগের মতো কাজ করবে ।
উইন্ডোজ ১০ এ ওয়াই-ফাই লিমিটেড দেখায় ,যদি ও অন্য ডিভাইস এ নেট আছে(Wifi Problem )
,যদি পারেন ওয়াই ফাই এর আপডেট ড্রাইভার নামান ,আর না হলে রিমুভ করে ল্যাপটপ রিস্টার্ট দেন ।
এই ব্যাপার গুলি আসলে কোন ধরনের সমস্যার মধ্যই পরে না ,অনেকেই জানেন ,যারা জানেন না তাদের জন্য ।
Like!! Great article post.Really thank you! Really Cool.
I am not sure where you’re getting your info, but great topic.
I needs to spend some time learning much more or understanding more.
Thanks for great information I was looking for this information for my mission.