v380 Wifi Camera Configure using smartphone

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ওয়াইয়াই ক্যামেরা অনলাইন করবেন আপনার স্মার্টফোন এ হোক সেটা android কিংবা আই ও এস mane আইফোন এ ।চলুন শুরু করা যাক ।
ভিড ও স্কিনে দেখতে পাচ্ছেন একটি ওয়াই ফাই ক্যামেরা ।আমরা এটি কে অনলাইন করবো । এর জন্য যা লাগবে আপনার স্মার্ট ফোন এ V380 অ্যাপস টি ইন্সটল করে নিন ।আপস এর লিংক description বক্স এ দেয়া আছে । এরপরে ক্যামেরা উল্টো পাশে দেখুন এই রকম একটি ২৭১১ এইরকম একটি আইডি সাত্থে user name –admin এবং পাসওয়ার্ড যদি থাকে সেটি কোথা ও লিখে নিন ,আমার এই ক্যামেরার কোন পাস ওয়ার্ড নেই । এবারে দেখুন ওয়াই ফাই ক্যামেরায় চাইলেই আপনি ডিরেক্ট লাইন দিয়ে ও নেট দিতে পারেন ।এই লান এর পাশেই ছোট একটি বাঁটন থাকে ক্যামেরা টি রিসেট করার জন্য (যা ৫-১০ সেকেন্ড চেপে ধরলেই ক্যামেরা টি রিসেট হয়ে যায়) ।
ক্যামেরা টিতে পাওয়ার দিন –ক্যামেরা টি পাওয়ার দিলেই একটু পরে ই সিস্টেম ইন্সটলিং ,সিস্টেম স্টার্ট আপ কমপ্লিটেড এবং অ্যাক্সেস পয়েন্ট রেডি এই কথা গুলি সুন্তে পাবেন ।এই ক্ষেত্রে বলে রাখি বেশির ভাগ ওয়াই ফাই ক্যামেরার ই নিজস্ব আক্সেস পয়েন্ট থাকে ।

এইটা শোনার পর আপনার মোবাইল এ ইন্সটল করা V380 আপ্স টি ওপেন করুন এইরকম একটি ওয়িন্ডো দেখতে পাবেন ।এই খানে + আইকন এ ক্লিক করুন ।দুটি অপশন দেখতে পাবেন নিউ ডিভাইস কনফিগার এবং অ্যাড নেটওয়ার্ক ডিভাইস ।অ্যাড নেটওয়ার্ক ডিভাইস ডিভাইস এ ক্লিক করুন – এইখানে প্রথমেই দেখুন ডিভাইস আইডি –ডিভাইসের ঊল্ট পাশে যে আইডি টি ছিলো -২৭১ এইটা বসান ।এরপরে USER NAME –ADMINদেয়া আছে ,আমার এইক্যামেরায় কোন পাসওয়ার্ড ছিলো না ,আপনার টা যদি থেকে থাকে সেইটা বসান –আমি ব্লাঙ্ক রাখবো ।তারপর confirm add e ক্লিক করুন ।অ্যাড হলেই ডিভাইস added successfully লেখা আসবে ।এইবার আপনার মোবাইল এর ওয়াই-ফাই সেটিং এ যান –।নতুন একটি ওয়াই ফাই এর নাম দেখতে পাবেন ,এটা ডিভাইস এর বিল্ট ইন আকচেস পয়েন্ট ।এইখানে দেখুন mV271 এইতাআছে ,আপনার ও এই রকম কিছু থাকবে যাতে ডিভাইস এর আইডি থাকবে –এইটাতে কানেক্ট করুন ।এইবার আপনার ক্যামেরার অ্যাপ টি পেন করুন । সেখান থেকে অ্যাড করা ক্যামেরার উপরে ক্লিক করলেই এই রকম পাস ওয়ার্ড দিতে বলবে , যে কোণ পাস ওয়ার্ড দিন ,এরপর কেমেরাটি রেসপন্স করলেই বুঝবেন ,ক্যামেরাটি লোকাল এ পেয়েছে –মানে এই এক্সেস পয়েন্ট এর আওতায় আপনি যতোক্ষণ থাকবেন ততো ক্ষণ কেমেরা টী দেখতে পারবেন ।কিন্তু আমরা তয় যে কোন যায়গা থেকে দেখতে চাই ।

সেই জন্য আপ্স এর নিচের ডিভাইস অপশনে ক্লিক করুন ।সেইখানে দেখুন নেটওয়ার্ক সেটিংস্‌ এ ক্লিক করুন ।এইখানে দুটি মোড পাবেন ১AP MODE 2.STATITON MODE (ROUTERCONNECTION MODE ) করার জন্য STATITON MODE মোড এ ক্লিক করুন ,এরপর আপনার ওয়াইফাই এর নাম আসবে ,সিল্কেট করে ওয়াইফাই এর পাস ওয়ার্ড (মানে ক্যামেরা যেখানে লাগাবেন সেইখানে যেই রউতার আছে তার পাস ওয়ার্ড দিবেন) ।এরপরে সেভ দিন ।sসেভ দেয়ার পর মেসেজ আসবে CONGIFURATION CHANGE SUESSFUL .YES দিন ।এবার আপনার যেই রাউটার এ পাস ওয়ার্ড দিয়েছিলেন অই রাউটার এ কানেক্ট করুন । ক্যামেরা অ্যাপ এ যান দেখুন ক্যামেরা কাজ করছে ।
এবার ক্যামেরায় আসলেই সব জায়গা থেকে দেখা যাবে কিনা চেক করার জন্য আমার মোবাইল এর ওয়াই ফাই টি অফ করে শুধুই মোবাইল ডাটা দিয়ে ক্যামেরা টি আক্সেস করবো ।এই যে দেখুন ক্যামেরা কাজ করছে ।তার মানে ক্যামেরা টি পুরো পুরি অনলাইন হয়ে আছে ।এভাবে আপনি আপনার ওয়াইফাই ক্যামেরা টি সহজেই অনলাইন করে নিতে পারেন ।

পুরো ভিডি ও টি উপরে দেখতে পারেন –কোন অসুবিধা হলে বুঝতে । আমাদের চ্যানেল teck and tricks ভালো লাগলে subscribe করে পাশেই থাকুন ।